বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

প্রথমবার ‘মিস পর্তুগাল’ হলেন এক ট্রান্সজেন্ডার নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ৭ অক্টোবর ২০২৩

Google News
প্রথমবার ‘মিস পর্তুগাল’ হলেন এক ট্রান্সজেন্ডার নারী

প্রথমবারের মতো 'মিস পর্তুগাল' খেতাব জিতলেন এক ট্রান্সজেন্ডার নারী। ২৮ বছর বয়সী ট্রান্সজেন্ডার ওই নারীর নাম মারিনা মাশেটি। তিনি পেশায় একজন বিমানবালা। 

মারিনা এল সালভাদরে মিস ইউনিভার্স-২০২৩ প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে পর্তুগালের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। খবর এএফপি'র।  

বিজয়ী হওয়ার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে এক পোস্টে মারিনা বলেন, মিস ইউনিভার্স পর্তুগাল খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম ট্রান্স নারী হতে পেরে আমি গর্বিত।

এই খেতাব জেতার মধ্যদিয়ে মিস ইউনিভার্সে অংশ নেয়া তৃতীয় ট্রান্স ব্যক্তি হিসেবে নিজের নাম নিশ্চিত করলেন মারিনা।

জুয়ার অ্যাপে জড়িত সন্দেহে বলিউড তারকাদের তলব ইডিরজুয়ার অ্যাপে জড়িত সন্দেহে বলিউড তারকাদের তলব ইডির
এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে অংশ নেয়া আরেক ট্রান্সজেন্ডার নারী নেদারল্যান্ডসের রিকি কোলে (২২)। গেলো জুলাই মাসে তিনি মিস নেদারল্যান্ডস হিসেবে নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার নারী হিসেবে মিস ইউনির্ভাসে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন স্পেনের অ্যাঞ্জেলা পোন্সে।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের