
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের একমাত্র অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড (FanCode) ইতিমধ্যেই তাদের ওয়েবসাইট থেকে পিএসএল-এর চলমান ও আসন্ন ম্যাচ সংক্রান্ত সব তথ্য এবং পুরনো ভিডিও ক্লিপ সরিয়ে ফেলেছে।
প্রথম ১৩টি ম্যাচ সম্প্রচার করলেও এরপর তারা আর কোনো ম্যাচ দেখাবে না বলে জানানো হয়েছে।
এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য একটি বড় ধাক্কা, কারণ ভারতীয় দর্শকদের হারালে পিএসএল-এর দর্শকসংখ্যায় বড় ধরনের পতন ঘটবে।
কী ঘটেছিল পেহেলগামে?
গত মঙ্গলবার, দক্ষিণ কাশ্মীরের পেহেলগামের বাইসারান প্রান্তরে সন্ত্রাসীরা পর্যটকদের ওপর গুলি চালায়। এতে অন্তত ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হন। নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) একটি শাখা 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।
বিসিসিআই ও আইপিএলের প্রতিক্রিয়া
এই নির্মম হামলার নিন্দা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, “ক্রিকেট মহল এই বর্বরোচিত হামলায় হতবাক ও শোকাহত। ”
বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বলেন, “এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানানোর পাশাপাশি আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ”
এছাড়া, বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এক মিনিটের নীরবতা পালন করা হয়। খেলোয়াড় ও আম্পায়াররা কালো বাহুবন্ধনী পরেন এবং ম্যাচে কোনো সঙ্গীত, চিয়ারলিডার বা আতশবাজি ছিল না। স্কোরবোর্ডে লেখা ছিল—“আসুন, শান্তি ও মানবতার পক্ষে একত্র হই। ”