জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক মঙ্গলবার দিনটি আপনার কেমন যাবে।
মেষ
মেষ রাশির মানুষের আজকের দিনটি ক্যারিয়ারে উন্নতি নিয়ে আসবে। চাকরিজীবীদের পদোন্নতি সম্ভব। চাকরির খোঁজে থাকলে আজ ভালো সুযোগ পাবেন এই রাশির জাতক। বিবাদে জড়ালে অধিক আবেগপ্রবণ হবেন না। তা না-হলে কেউ আপনার আবেগপ্রবণতার সুযোগ তুলতে পারে। ব্যবসায়ীদের অংশীদারের সঙ্গে তর্ক হতে পারে।
বৃষ
বৃষ রাশির সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত মানুষের আজকের দিনটি সম্মানপূর্ণ থাকবে। পারিবারিক কলহ সমাপ্ত হবে ও ঐক্য বজায় থাকবে। পরিবারে পূজার্চনা আয়োজিত হতে পারে। আর্থিক লেনদেনের পরিকল্পনা করে থাকলে আপাতত অপেক্ষা করুন। তা না-হলে টাকা আটকে যেতে পারে। মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।
মিথুন
মিথুন রাশির মানুষের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। গাফিলতি করলে ভবিষ্যতে বড়সড় সমস্যার সম্মুখীন হবেন। ব্যবসায়ে ধন লাভ কম হওয়ায় মানসিক অবসাদের শিকার হবেন এই রাশির জাতক। এর ফলে আপনার ব্যবহার রুক্ষ হবে। যা দেখে পরিবারের সদস্যরা চিন্তায় পড়বেন। সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন এই রাশির জাতক। বাবার সঙ্গে সন্তানের ভবিষ্যত সংক্রান্ত পরিকল্পনা করেবন।
কর্কট
কর্কট রাশির মানুষের আজকের দিনটি মাঝারি ফলদায়ী। দাম্পত্য জীবন ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে একা সময় কাটাবেন। আপনাদের মধ্যে বিবাদ চললে তার সমাধান হবে। ছাত্রছাত্রীদের অর্থাভাবের মুখোমুখি হতে হবে। ছোট ব্যবসায়ীরা পছন্দমতো মুনাফা অর্জন করতে পারবে। মাকে কোনও উপহার দিতে পারেন।
সিংহ
সিংহ রাশির মানুষের আজকের দিনটি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জে ভরা থাকবে। নিজের বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে সমস্যার সমাধান করুন। প্রতিদ্বন্দ্বীরা কোনও পরামর্শ দিলে তা এড়িয়ে যান। কারণ তাঁরা আপনাকে ভুল পরামর্শ দিতে পারেন। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা আজ কিছু সুযোগ পাবেন, যার ফলে তাঁদের প্রতিষ্ঠা বাড়বে। ব্যবসায়ে পছন্দমতো লাভ পাওয়ায় প্রসন্ন হবেন।
কন্যা
কন্যা রাশির মানুষের আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো কাটবে। যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন। পছন্দের কাজ করার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ায় আনন্দিত হবেন। এখনও প্রেম নিবেদন করে না-থাকলে এবার তা করতে পারেন। অংশীদারীর ব্যবসা করে থাকলে মুনাফা হবে।
তুলা
তুলা রাশির মানুষের আজকের দিনটি অত্যন্ত ফলদায়ী। সন্ধ্যাবেলা মা-বাবার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবেন। চোখের সমস্যা বাড়তে পারে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে। প্রয়োজন অনুযায়ী কাজে হস্তক্ষেপ করবেন। নিজের কাজ ছাড়া অন্যের কাজে হস্তক্ষেপ করবেন না। সন্তানের উন্নতি দেখে আনন্দিত হবেন।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির মানুষের প্রভাব ও বৈভব বৃদ্ধি পাবে। বরিষ্ঠ ও মা-বাবার আশীর্বাদে বহু প্রতীক্ষিত পছন্দের জিনিস পেতে পারেন। এর ফলে আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে। তখনই পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন। বন্ধুকে টাকা ধার দিলে, তাঁরা আপনাকে প্রতারিত করতে পারেন। যার ফলে সেই টাকা হাতছাড়া হবে। আর্থিক লেনদেনের আগে সতর্কতা অবলম্বন করুন।
ধনু
ধনু রাশির মানুষের জন্য আজকের দিনটি সাধারণ। বন্ধুর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। এর জন্য কিছু টাকার ব্যবস্থা করতে পারেন। অধিক দৌড়ঝাপ করতে হবে। পরিবারের আকস্মিক ব্যয় বাড়তে পারে। যা আপনার দুশ্চিন্তা বাড়াবে। ব্যবসায়ে কোনও চুক্তি চূড়ান্ত করলে ভবিষ্যতে এর দ্বারা লাভ হবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এর ফলে আপনাদের মান-সম্মান বাড়বে।
মকর
মকর রাশির মানুষের আজকের দিনটি ইতিবাচক পরিণাম নিয়ে আসবে। এর ফলে আপনার সমস্ত কাজ পুরো হবে ও আনন্দ বাড়বে। ভাইয়ের সঙ্গে কোনও বিবাদ চললে তার সমাধান হবে। বিবাহযোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন। পরিবারের সদস্যদের সহমতি পাবেন। সন্তানকে পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর জন্য আজকের দিনটি ভালো। অর্থ লগ্নির আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন।
কুম্ভ
কুম্ভ রাশির মানুষের আজকের দিনটি ব্যয় বহুল। সন্তানের কাছ থেকে হতাশাজনক সংবাদ শুনতে পাবেন। মা-বাবার আশীর্বাদে কোনও কাজ করলে অবশ্যই সাফল্য লাভ করবেন। প্রেমীরা পরিবারের সদস্যের সঙ্গে জীবনসঙ্গীর সাক্ষাৎ করাতে পারেন। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে প্রতারণার শিকার হতে পারেন। এর ফলে চিন্তিত হবেন। সন্ধ্যা নাগাদ আত্মীয়ের বাড়ি যাওয়ার পরিকল্পনা করবেন।
মীন
মীন রাশির মানুষের আজকের দিনটি বিশেষ। ব্যবসায়ে লোকসান থাকলে তাতে মুনাফা অর্জন করতে সফল হবেন। শত্রু আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত হবেন। বন্ধুও আপনার শত্রু হবে। তাই বন্ধু ও শত্রুদের চিহ্নিত করুন। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে আপাতত অপেক্ষা করুন।
এমএমএইচ/রেডিওটুডে