
চীনের সাথে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের তথাকথিত আলোচনার সব খররই ভিত্তিহীন। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন বেইজিংয়ে এক নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, 'এগুলো সবই ভুয়া খবর। আমার জানামতে, চীন ও যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে কোনো পরামর্শ বা আলোচনা করেনি, কোনো চুক্তিতে পৌঁছানো তো দূরের কথা।
তিনি আরও বলেন, এই শুল্কযুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেছে এবং এ ব্যাপারে চীনের মনোভাব ধারাবাহিক ও স্পষ্ট। প্রতিপক্ষ যুদ্ধ চালিয়ে গেলে, আমরাও শেষ পর্যন্ত লড়াই করব; আর আলোচনা করতে চাইলে, আমাদের দরজা খোলা থাকবে। সংলাপ ও আলোচনা হতে হবে সাম্য, পারস্পরিক শ্রদ্ধা ও কল্যাণের ভিত্তিতে।
মুখপাত্র কুও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়, তাহলে দেশটির উচিত চরম চাপ প্রয়োগ, হুমকি ও ব্ল্যাকমেইলিংয়ের নীতি পরিহার করা।