শুক্রবার,

২৫ এপ্রিল ২০২৫,

১১ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

২৫ এপ্রিল ২০২৫,

১১ বৈশাখ ১৪৩২

Radio Today News

উন্নত নিরাপত্তা বজায় রেখেছে চীনের পারমাণবিক জ্বালানি ইউনিট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২১, ২৪ এপ্রিল ২০২৫

Google News
উন্নত নিরাপত্তা বজায় রেখেছে চীনের পারমাণবিক জ্বালানি ইউনিট

চীনের পারমাণবিক জ্বালানি ইউনিটগুলো শক্তিশালী নিরাপত্তা দক্ষতা বজায় রেখেছে। বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে দেশটির পরিবেশ এবং পরিবেশ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তা হোউ ইয়িংতং জানান, চীনের মূল ভূখণ্ডে মোট ১০২টি পারমাণবিক জ্বালানি ইউনিট রয়েছে। এগুলোর মোট ইনস্টলকৃত ক্ষমতা ১১ কোটি ৩০ লাখ কিলোওয়াট, যা আকারে বিশ্বের সর্বোচ্চ।

হোউ আরও জানান, চীনের পারমাণবিক শক্তি ইউনিটগুলো নিরাপদভাবে ৬০০টির বেশি রিয়েক্টর পরিচালনা করে আসছে।

বিশ্ব পারমাণবিক অপারেটর অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, চীনের পারমাণবিক শক্তি নিরাপত্তা কর্মক্ষমতা বিশ্বের মধ্যে অন্যতম সেরা হিসেবে রেটিং পাওয়া।

তিনি উল্লেখ করেন, চীনের পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্টগুলো ভূমিকম্পপ্রবণ এলাকা থেকে দূরে এবং এগুলো নির্মাণের সময় ভারী বৃষ্টি, বন্যা এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পূর্ণাঙ্গভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। চরম প্রাকৃতিক দুর্যোগেও পারমাণবিক প্ল্যান্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

লি চিকুও নামের মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীন বিশ্বের সবচেয়ে বড় রেডিয়েশন পরিবেশ পর্যবেক্ষণ নেটওয়ার্ক স্থাপন করেছে এবং চীনের পারমাণবিক সুবিধার আশেপাশের রেডিয়েশন পরিবেশ মান বরাবরই ভালো রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের