
আজ (বুধবার) চীনের শেনচৌ ২০ মানববাহী নভোযানের প্রেস ব্রিফিং চিউছুয়ান উপগ্রহ নিক্ষেপ কেন্দ্রে আয়োজন করা হয়েছে। চীনের মহাশূন্য কার্যক্রম সদর দপ্তর জানায় যে, ২৪ এপ্রিল বিকেলে ৫টা ১৭ মিনিটে শেনচৌ ২০ মানববাহী নভোযান উৎক্ষেপণ করা হবে।
এবার শেনচৌ ২০ মিশনে তিনজন সদস্য রয়েছেন। তারা হলেন ছেন তং, ছেন চং রুই এবং ওয়াং চিয়ে। মহাশূন্য যাত্রায় শেনচৌ ২০ নভোচারীরা থিয়ানচৌ ৯ মালবাহী নভোযান এবং শেনচৌ ২১ মানববাহী নভোযানের মহাকাশচারীদের সঙ্গে দেখা করবেন। তারা চলতি বছরের অক্টোবর মাসের শেষ দিকে পৃথিবীতে ফিরে আসবেন।
শেনচৌ ২০ মানববাহী নভোযান পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করে প্রায় সাড়ে ৬ ঘণ্টার পর থিয়ানহ্য কোর মডিউলের সঙ্গে যুক্ত হবে। শেনচৌ ২০ নভোচারীদের সঙ্গে দায়িত্ব বিনিময় করার পর ২৯ এপ্রিল তংফেং ল্যান্ডিং এলাকার ফিরে আসবেন শেনচৌ ১৯ নভোচারীরা।