রোববার,

২০ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

রোববার,

২০ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

চীনের বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আন্তর্জাতিক বিনিয়োগ মেলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৪, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:৫৬, ১৯ এপ্রিল ২০২৫

Google News
চীনের বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আন্তর্জাতিক বিনিয়োগ মেলা

বিশ্বজুড়ে সুরক্ষাবাদ ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে চীন বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও পারস্পরিক সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের উন্মুক্ত নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এই লক্ষ্যেই ৮ থেকে ১১ সেপ্টেম্বর ফুচিয়ানের সিয়ামেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫তম চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড (সিআইএফআইটি), যা বৈদেশিক বিনিয়োগ বাড়াতে এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিদেশি বিনিয়োগ প্রশাসন বিভাগের উপমহাপরিচালক চাও ইয়াং বলেন, বিদেশি বিনিয়োগ উৎসাহিতকরণ খাতের তালিকায় আরও ২০০টি নতুন খাত যুক্ত করা হচ্ছে।

এদিকে, চীনের বৈদেশিক বিনিয়োগ বিভাগ জানায়, ২০২৪ সালে চীনের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ১৬২.৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এবং বৈশ্বিক ১৮৯টি দেশে চীনা বিনিয়োগের পরিমাণ ৩ ট্রিলিয়ন ডলারের বেশি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের