
পারস্পরিক শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে ‘সর্বোচ্চ চাপের নীতি’ পরিহারের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এই আহ্বান জানান।
লিন চিয়ান বলেন, যুক্তরাষ্ট্র শুল্কের যে অপব্যবহার করছে, এতে নিজেদের ও অন্যদের ক্ষতি করছে। আমরা আহ্বান জানাচ্ছি, যুক্তরাষ্ট্র যেন এই নীতি পরিত্যাগ করে এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করে।
চীন মনে করে, এ ধরনের একতরফা শুল্ক আরোপ বৈশ্বিক বাণিজ্য পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং এর থেকে বেরিয়ে আসাই উভয় পক্ষের জন্য মঙ্গলজনক হবে।