শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ভিয়েতনাম সফর শেষ করেছেন সি চিন পিং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২০, ১৭ এপ্রিল ২০২৫

Google News
ভিয়েতনাম সফর শেষ করেছেন সি চিন পিং

মঙ্গলবার বিকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিয়েতনামে তাঁর রাষ্ট্রীয় সফর শেষ করেছেন। হ্যানয় ত্যাগ করার সময় ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ট্রান ক্যাম টু প্রমুখ নেতারা বিমানবন্দরে প্রেসিডেন্ট সি-কে বিদায় জানান। 

এরআগে মঙ্গলবার সকালে চীন-ভিয়েতনাম রেলওয়ে সহযোগিতা প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এসময় আরও উপস্থিত আছেন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লাম। 

অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট সি কে বিদায় জানান তো লাম। 

বিদায় কালে সি চিন পিং উল্লেখ করেন, এ সফর সংক্ষিপ্ত হলেও এটি কর্মকাণ্ডের মাধ্যমে সমৃদ্ধ ও ফলপ্রসূ হয়েছে। উভয় পক্ষ বিশ্বের সমাজতন্ত্রের লক্ষ্যকে যৌথভাবে শক্তিশালী করার জন্য রাজনৈতিক ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে। দুই পক্ষের উচিত এই সফরের ফলাফল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা এবং একটি অভিন্ন কল্যাণের সমাজ গঠনের চেষ্টা করা। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের