
জাপানের ওসাকা ওয়ার্ল্ড ২০২৫ এক্সপোতে চীনা প্যাভিলিয়ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার এক্সপো শুরুর প্রথম দিন উদ্বোধন হয় এই প্যাভিলিয়ন।
এবারের এক্সপোর বৃহত্তম প্রতিনিধিত্বমূলক প্যাভিলিয়নগুলোর একটি- চায়না প্যাভিলিয়ন। প্রায় ৩ হাজার ৫০০ বর্গমিটারজুড়ে এটি তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনশ’ দর্শনার্থী। এদের মধ্যে ছিলেন চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের সভাপতি রেন হংবিন, আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর সভাপতি আলাইন বার্গার। জাপান সরকার, ব্যবসা, সংস্কৃতি এবং সংশ্লিষ্ট চীনা ও জাপানি কর্পোরেট প্রতিনিধি ও সংবাদ মাধ্যমের ব্যক্তিরাও ছিলেন।
১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই এক্সপো চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।