
জমকালো আয়োজনে চীনে শুরু হয়েছে জলকেলি বা পানি ছিটানো উৎসব। শনিবার দক্ষিণ পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের মাংশি শহরে শুরু হয়েছে তাই এবং তে আং জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব।
চীনের বিভিন্ন স্থান থেকে বহু পথ পাড়ি দিয়ে পর্যটকরা যোগ দিচ্ছেন এ আয়োজনে।
উৎসব চলাকালে বিভিন্ন বয়সীরা রঙিন উৎসবের পোশাক পরে, জল বন্দুক, বালতি এবং ব্যাগ দিয়ে খেলাচ্ছলে একে অপরকে আক্রমণ করে।
তথ্য অনুযায়ী, এ বছরের জলকেলি উৎসবের দুই দিন আগেই মাংশির বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকের আগমন গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে, যা স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।