
বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগ এবং সমৃদ্ধির জন্য স্বাগত জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। রোববার তিনি বলেন, ১.৪ বিলিয়নেরও বেশি জনসংখ্যার এই দেশটিতে বিশাল বাজার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ চীনের হাইনান প্রদেশের রাজধানী হাইখৌতে পঞ্চম চীন আন্তর্জাতিক ভোক্তা পণ্য মেলা এবং ‘শপিং ইন চায়না’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানির প্রধানদের সাথে আলাপকালে হান চেং এই মন্তব্য করেন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, প্রদর্শনীতে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর প্রতিনিধি, ক্রয়কারী সংস্থা এবং চীনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক দূতসহ প্রায় ১ হাজার ব্যক্তি উপস্থিত ছিলেন।