রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

Radio Today News

‘বিচ্ছিন্ন’ নারীদের সহায়তায় নতুন কর্মপরিকল্পনা চীনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৭, ১২ এপ্রিল ২০২৫

Google News
‘বিচ্ছিন্ন’ নারীদের সহায়তায় নতুন কর্মপরিকল্পনা চীনের

গ্রামে বসবাসরত ‘বিছিন্ন’ নারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সহায়তা ও অন্যান্য সহায়তা প্রদানের লক্ষ্যে চীন একটি বহু-মন্ত্রণালয়ভিত্তিক কর্মসূচি চালু করেছে। সম্প্রতি প্রকাশিত একটি কর্মপরিকল্পনায় এই তথ্য জানানো হয়।

চীনের ১১টি সরকারি বিভাগ যৌথভাবে প্রণয়ন করা এই কর্মপরিকল্পনায় বলা হয়েছে, গ্রামীণ বিচ্ছিন্ন নারীদের জন্য পেশাগত ও হস্তশিল্প প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ পায়।

ছিন্নমূল শিশুর যত্ন, বয়স্কদের সেবা ও প্রতিবন্ধীদের সহায়তায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে এসব নারীদের।

প্রতিবন্ধিতা বা আর্থিক সংকটে থাকা গ্রামীণ নারী ও তাদের পরিবারকে সহায়তা করতেও গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মপরিকল্পনায় আরও বলা হয়েছে, গ্রামীণ ‘বিচ্ছিন্ন’ নারীদের আইনগত অধিকার রক্ষা, বৈষম্য ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং তাদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেবে সংশ্লিষ্ট বিভাগগুলো।

উল্লেখ্য, গ্রামের যেসব নারীর স্বামী ছয় মাস বা তার বেশি সময়ের জন্য বাড়ির বাইরে কাজ করতে যান তাদেরকে চীনে ‘গ্রামীণ বিচ্ছিন্ন নারী’ হিসেবে বিবেচনা করা হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের