
লাও এয়ারলাইন্সে চীনের দেশীয়ভাবে নির্মিত নতুন যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯০৯-এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট সম্পন্ন হয়েছে শনিবার।
ফ্লাইটটি লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে যাত্রা করে পৌঁছে পাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে।
গত ৩০ মার্চ লাও এয়ারলাইন্সের হাতে উড়োজাহাজটি হস্তান্তর করা হয়।
উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান ‘কমার্শিয়াল এয়ারক্র্যাফট করপোরেশন অব চায়না, লিমিটেড—কোম্যাক জানায়, সি৯০৯ উড়োজাহাজটি উচ্চ তাপমাত্রায় চমৎকার পারফরম্যান্স দিতে সক্ষম। ছোট ও সরু রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণের উপযুক্ত এটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার জলবায়ু ও অবকাঠামোর সঙ্গে মানিয়ে চলার জন্য উপযোগী করে নির্মিত এটি।