
২০২৫ সালের প্রথম প্রান্তিকে চীনে সেবা খাতে ভোক্তা ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। চীনের জাতীয় কর প্রশাসনের সাম্প্রতিক তথ্যে জানানো হয়েছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সেবা খাতে ব্যয় বেড়েছে ৫.৩ শতাংশ।
বিশেষ করে পর্যটন খাতে বিপুল প্রবৃদ্ধি দেখা গেছে। এই সময়ে দর্শনীয় স্থান ব্যবস্থাপনা খাতে আয় বেড়েছে ৪০.৫ শতাংশ এবং ট্রাভেল এজেন্সি সেবায় আয় বেড়েছে ১৫.৫ শতাংশ।
সিছুয়ান প্রদেশের আবা টিবেটান ও চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে আউটডোর অ্যাডভেঞ্চার, বরফ-ভিত্তিক ভ্রমণ এবং আকাশপথে ভ্রমণের মতো নতুন সেবাগুলোর ফলে পর্যটকদের ভিড় বেড়েছে। চিউচাইকৌ, হুয়াংলং ও সিকুনিয়াং পর্বতে ১৫ লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করেছেন। যার ফলে স্থানীয় হোটেল ও রেস্তোরাঁসহ আতিথেয়তা শিল্পে এসেছে প্রাণচাঞ্চল্য।