
চীনের ফুতান বিশ্ববিদ্যালয়ের লি শাউ খি লাইব্রেরিতে স্প্যানিশ শিল্পী সালভাদর ডালির (১৯০৪-১৯৮৯) ২০০টিরও বেশি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। ২৮ মার্চ শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ৩ জুন পর্যন্ত। এটি ফুতান বিশ্ববিদ্যালয়ের ১২০তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের অংশ।
প্রদর্শনীর আয়োজন করেছেন ফুতান বিশ্ববিদ্যালয়ের শাংহাই মেডিকেল কলেজের সাবেক ছাত্র কোং চাওহুই। তিনি নিজে একজন ডালির প্রিন্ট সংগ্রাহক এবং প্রদর্শনীর কিউরেটর ওয়াং শুনের সহযোগিতায় চীন ও চীনের বাইরের সংগ্রাহক এবং প্রতিষ্ঠান থেকে ডালির কাজগুলি সংগ্রহ করেছেন।
২০ শতকের সবচেয়ে বিখ্যাত সুররিয়ালিস্ট শিল্পী ডালির কাজ দেখে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এমনই আশা কংয়ের।
প্রদর্শনীতে রয়েছে ১০০টি রঙের কাঠের খোদাই দিয়ে তৈরি ডিভাইন কমেডি স্যুট, স্প্যানিশ উপন্যাস ‘ডন কুইতো’ অবলম্বনে তৈরি চিত্রকর্মসহ আরও কয়েকটি শিল্পকর্ম।