
আন্তর্জাতিক কোম্পানিগুলো চীনের অর্থনৈতিক সম্ভাবনা ও বিশাল বাজার নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্প্রতি চীনে ব্যবসা পরিচালনাকারী ২০টিরও বেশি বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব বৈঠকে ইলেকট্রনিক তথ্যপ্রযুক্তি, ওষুধ, সেমিকন্ডাক্টর, অটোমোবাইল, বিমান এবং খাদ্য শিল্পের শীর্ষ নির্বাহীরা অংশ নেন।
বৈঠকে অংশ নেওয়া নানা দেশের প্রধান নির্বাহীরা চীনের বিশাল বাজার, সুগঠিত শিল্প ও সরবরাহ শৃঙ্খল এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সক্ষমতা দেখে দেশটিতে নতুন বিনিয়োগের সুযোগ খুঁজছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতং বলেন, চলতি বছরের শুরু থেকেই চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে এবং এটি দৃঢ়তা ও প্রাণবন্ততার প্রমাণ দিচ্ছে। তিনি আরও বলেন, চীন উচ্চ পর্যায়ের উন্মুক্ত বাজারনীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যবসার জন্য একটি নিয়মতান্ত্রিক, বাজারমুখী ও আন্তর্জাতিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
হ্য আরও বলেন, ‘বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর অনেকেই চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ ও বাজারের সম্ভাবনা নিয়ে আশাবাদী। তারা মনে করছেন, চীনের স্থিতিশীলতা ও নির্ভরযোগ্য পরিবেশ ব্যবসার জন্য বড় সুযোগ তৈরি করছে। তাই তারা চীনে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।’
চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটি এখনও বৈশ্বিক বিনিয়োগের শীর্ষ গন্তব্যগুলোর মধ্যে অন্যতম। ২০২৪ সালে দেশটিতে ৬০ হাজার নতুন বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৯.৯ শতাংশ বেশি।
গত পাঁচ বছরে চীনে সরাসরি বিদেশি বিনিয়োগের রিটার্ন রেট গড়ে ৯ শতাংশ ছিল, যা বৈশ্বিকভাবে সর্বোচ্চের মধ্যে একটি।