
ছিংহাই-তিব্বত মালভূমিতে ১৩ হাজার ৬০টিরও বেশি তিব্বতি বন্য গাধার সন্ধান পেয়েছেন চীনের ছিংহাই ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড ব্যুরোর একদল গবেষক। মানুষের আগমন আর গবাদি পশুর বিস্তারে ক্রমশ হুমকির মুখে পড়তে থাকা এই প্রজাতি সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ। এই গাধার বসবাস উপযোগি নানা উদ্যোগ নিয়ে থাকছে বিস্তারিত।
ছিংহাই -তিব্বত মালভূমির বিস্তীর্ণ প্রান্তর। যেখানে আকাশ আর পাহাড় মিলেমিশে একাকার। এখানেই রাজত্ব করছে একদল বন্য গাধা। স্থানীয়ভাবে এদের নাম খিয়াং। এই খিয়াংদের সোনালি রোদে ঝলমল করা দেহ আর মুক্তোর মতো উজ্জ্বল চোখ এই মালভূমির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
কিন্তু এই মালভূমিতে খিয়াংদের জীবন মোটেও সহজ নয়। মানুষের আগমন আর গবাদি পশুর বিস্তারে তাদের বাসস্থান ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। ফলে তাদের অস্তিত্ব ধীরে ধীরে হুমকির মুখে পড়তে শুরু করেছে।
এবার তাদের রক্ষায় এগিয়ে এসেছে একদল চীনা পরিবেশ বিজ্ঞানী। ছিংহাই ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড ব্যুরোর উদ্যোগে, গেল বছরের ডিসেম্বরে পরিচালনা করা হয় একটি জরিপ। যেখানে বিজ্ঞানীরা মাঠ পর্যায়ে এই বন্য গাধার গতিবিধি পর্যবেক্ষণ করেন। জরিপের পর এই মালভূমিতে প্রায় ১৩ হাজার ৬০টি খিয়াং আবিস্কার করেন তারা।
সমীক্ষায় আরও দেখা গেছে, এই প্রজাতিটি প্রধানত মাতো কাউন্টি, ছুমালাই কাউন্টি এবং ছি তুও কাউন্টি জুড়ে বিস্তৃত। এই অঞ্চলগুলো তাদের প্রাকৃতিক পরিবেশ এবং খাদ্যের প্রাচুর্যের কারণে তিব্বতি বন্য গাধার জন্য একটি আদর্শ আবাসস্থলে পরিণত হয়েছে।
সমীক্ষার প্রাথমিক ফলাফলের উপর ভিত্তি করে, গবেষকরা ২০২৫ সালের আগস্টে প্রজনন ঋতুতে এবং ২০২৫ সালের নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে একটি ফলো-আপ সমীক্ষা পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছেন।
ট্রান্সেক্ট সমীক্ষা এবং পরিবেশগত মডেলিংকে একীভূত করে, এই গবেষণার মূল লক্ষ্য হল গবাদি পশু চাষে যেন তিব্বতি বন্য গাধার সাথে চারণভূমি ব্যবহারের কারণে কোন দ্বন্দ্ব তৈরি না হয়। বিশেষ করে চারণভূমির সুষ্ঠু ব্যবহার এই বিরল প্রজাতিটির সুরক্ষায় বড় ভুমিকা পালন করতে পারে।
চীনে জাতীয় প্রথম-শ্রেণীর সুরক্ষিত বন্য প্রাণীর তালিকায় রয়েছে খিয়াং। সাম্প্রতিক সমীক্ষা তিব্বতি এই বন্য প্রজাতিটি সংরক্ষণ এবং সুরক্ষায় অনেক বড় ভুমিকা পালন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ছিংহাই-তিব্বত মালভূমির পরিবেশ সুরক্ষায়ও নানান পদক্ষেপ গ্রহণ করেছে ছিংহাই সরকার ।
রেডিওটুডে নিউজ/আনাম