
বিদেশি নিষেধাজ্ঞা মোকাবিলার আইনের বাস্তবায়ন সংক্রান্ত নতুন বিধি উন্মোচন করা হয়েছে চীনে। সোমবার এ সংক্রান্ত রাষ্ট্রীয় পরিষদের এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ২২টি ধারা বিশিষ্ট এই বিধি সোমবার থেকেই কার্যকর হবে।
বিধি অনুযায়ী, বিদেশি নিষেধাজ্ঞা মোকাবিলায় চীন পাল্টা ব্যবস্থা আরও কঠোর করবে। এতে ‘অন্যান্য ধরনের সম্পদ’ বাজেয়াপ্ত, আটকে রাখা এবং জব্দ করার পাশাপাশি, "প্রাসঙ্গিক লেনদেন, সহযোগিতা এবং অন্যান্য কার্যক্রম" নিষিদ্ধ বা সীমিত করার কথা উল্লেখ রয়েছে।
একই সঙ্গে চীনের এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের সময়মতো পেমেন্ট নিশ্চিতে সংশোধিত বিধিনিষেধেও অনুমোদন দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
নতুন নিয়ম অনুযায়ী, সরকারি দপ্তর, সরকারি প্রতিষ্ঠান ও বৃহৎ বাণিজ্যিক সংস্থাগুলোকে এসএমই-কে ৬০ দিনের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। ৩৭টি ধারার এই নিয়ম ১ জুন থেকে কার্যকর হবে।
রেডিওটুডে নিউজ/আনাম