
বেইজিংয়ে সফররত মার্কিন ফেডারেল সিনেটর স্টিভ ডেইন্স ও মার্কিন শিল্প-ব্যবসায় মহলের প্রতিনিধিরা গতকাল (রোববার) বিকেলে মহাগণভবনে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাত্কালে লি বলেন, বর্তমানে চীন-মার্কিন সম্পর্ক নতুন উন্নয়নের দিকে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে দু’দেশের নেতারা ফোনালাপে দ্বিপাক্ষিক অভিন্ন স্বার্থ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে একমত হয়েছেন যে, পরস্পরের অংশীদার ও বন্ধু হিসেবে অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়নে দু’দেশ ও বিশ্বের কল্যাণ বয়ে আনা যায়।
ইতিহাস থেকে বোঝা যায়, দু’পক্ষের সহযোগিতা হলে কল্যাণকর, বিরোধ হলে ক্ষতিকর। তাই দু’পক্ষের উচিত সংলাপ ও সহযোগিতা বেছে নেওয়া। পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান আর সহযোগিতায় স্বার্থ অর্জনের ভিত্তিতে যুক্তরাষ্ট্র, চীনের সাথে আন্তরিক যোগাযোগ করবে বলে আশা করে বেইজিং, দু’দেশের বাস্তব সহযোগিতা গভীরতর করে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করবে।
লি আরো বলেন, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। গত কয়েক দশকে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্য সহযোগিতায় ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। চীন ও মার্কিন সম্পর্ক চ্যালেঞ্জের সম্মুখীন হলেও আর্থ-বাণিজ্য সহযোগিতার সাফল্য রক্ষা করা জরুরি, যাতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা যায়। বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হবে না। বিশ্বের কোনো দেশের উন্নয়ন ও সমৃদ্ধি শুল্ক আরোপের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়, কেবল উন্মুক্তকরণ ও সহযোগিতা করা জরুরি। সহযোগিতা করেই আরো বেশি স্বার্থ অর্জনের মাধ্যমে বাণিজ্যের ভারসাম্যহীনতা মোকাবিলা করা উচিত।