
বেইজিংয়ে জাপানের সাংবিধানিক গণতান্ত্রিক দলের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের প্রধান লি শুলেই। বৃহস্পতিবার এ সাক্ষাৎ করেন তিনি।
পেরুর লিমায় ৩১তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকের ফাঁকে এক বৈঠকে চীন ও জাপানের নেতাদের মধ্যে যে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়নের জন্য লি চীন ও জাপানের প্রতি আহ্বান জানান। লি শুলেই বলেন, উভয় পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক উপকারী সহযোগিতা এবং সাধারণ উন্নয়নের সঠিক দিক অনুসরণ করা উচিত।
জাপানের সাংবিধানিক গণতান্ত্রিক দলের নির্বাহী উপদেষ্টা এবং সাবেক মহাসচিব কাতসুয়া ওকাদা বলেন, তার দলের কাঁধে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং তারা চীনের সঙ্গে রাজনৈতিক, যুব এবং বেসরকারি বিনিময় বাড়াতে ইচ্ছুক।