
চীন ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল উন্নয়নে সুযোগ তৈরি করছে এবং এই অঞ্চলের প্রযুক্তিগত সার্বভৌমত্ব রক্ষায় অংশীদার হিসেবে কাজ করছে।
মঙ্গলবার ব্রাসেলসে অনুষ্ঠিত নবম চীন-ইইউ ই-সাইবার টাস্কফোর্স বৈঠকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার ও ডিজিটাল বিষয়ক সমন্বয়ক ওয়াং লেই এ কথা বলেন চীনা প্রতিনিধি দল জানায়, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মৌলিক স্বার্থের সংঘাত বা ভূ-রাজনৈতিক বিরোধ নেই। এই কৌশলগত দৃষ্টিভঙ্গি চীন-ইউ সাইবার সুরক্ষা ও ডিজিটাল উন্নয়ন ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ।
চীন-ইউ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির এই বছরে, চীন ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল অগ্রগতির জন্য নিজেকে সুযোগ হিসেবে দেখছে এবং প্রযুক্তিগত সার্বভৌমত্ব রক্ষায় অংশীদার হওয়ার বার্তা দিচ্ছে।
ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের সাইবার ইস্যু সমন্বয়কারী ম্যানন লা ব্ল্যাঙ্ক বৈঠকে বলেন, ইউ চীনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত। তিনি জানান, সাইবার ও ডিজিটাল ক্ষেত্রে দুই পক্ষের অনেক অভিন্ন স্বার্থ ও লক্ষ্য রয়েছে।