
চীনের উচ্চমানের উন্নয়ন বিশ্ব ও উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার কর্মকর্তারা। শুক্রবার বোগোটায় ‘চায়না ইন স্প্রিংটাইম: শেয়ারিং অপরচুনিটিজ উইথ দ্য ওয়ার্ল্ড গ্লোবাল ডায়ালগ’ শীর্ষক এক অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।
ভিডিও ভাষণে সিএমজি প্রেসিডেন্ট শেন হাইসিয়ং বলেন, চীনের উন্নয়ন বিশ্বের সাথে গভীরভাবে যুক্ত এবং বৈশ্বিক সমৃদ্ধির জন্য চীনের ভূমিকা অপরিহার্য। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কোনো দেশ একা সফল হতে পারে না।
‘ডিকাপলিং’ নয়, উন্মুক্ততা ও সহযোগিতার মাধ্যমে ‘উইন-উইন’ অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
কলম্বিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চু চিংইয়াং বলেন, ২০২৫ সালে চীন-কলম্বিয়া কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি এবং চীন-লাতিন আমেরিকা ও ক্যারিবীয় রাষ্ট্রগুলোর ফোরামের ১০ বছর পূর্তি উদযাপিত হবে। এই গুরুত্বপূর্ণ মাইলফলককে কাজে লাগিয়ে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
কলম্বিয়ার ভারপ্রাপ্ত শিল্প, বাণিজ্য ও পর্যটনমন্ত্রী সিয়েলো রুসিনকে জানান, অবকাঠামো, জ্বালানি, টেলিকম ও তথ্য প্রযুক্তিতে চীনের সাথে সহযোগিতা বাড়াতে আগ্রহী কলম্বিয়া।
কলম্বিয়া-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি গিলেরমো পুইয়ানা বলেন, শান্তিপূর্ণ উন্নয়নের পথে চীনের অঙ্গীকার কলম্বিয়া ও লাতিন আমেরিকার জন্য অনুপ্রেরণাদায়ক। চীন-কলম্বিয়া বাণিজ্য চেম্বারের সভাপতি কার্লোস রন্ডেরোস বলেন, প্রযুক্তি ও সংস্কৃতিতে চীনের অগ্রগতি বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।