
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বুধবার ইয়ুননান প্রদেশের লিচিয়াং শহরের আধুনিক ফুল শিল্প পার্ক ও লিচিয়াং প্রাচীন শহর পরিদর্শন করেছেন, স্থানীয় পরিস্থিতি অনুসারে বৈশিষ্ট্যপূর্ণ কৃষি শিল্প উন্নয়ন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও ব্যবহার, চীনা জাতির অভিন্ন চেতনা জোরদারের পরিস্থিতি সম্পর্কে জেনেছেন।
লিচিয়াং আধুনিক ফুল শিল্প পার্কে ফুল রোপণ, কোল্ড চেইন লজিস্টিক, অবসর দর্শনীয় ভ্রমণ, ত্রিমাত্রিক বিক্রয়কে একীভূত করা হয়। পরিদর্শনের সময় সি চিন পিং গ্রামবাসী ও প্রযুক্তিবিদদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফুলের জাত, বাজার বিক্রয়, আয় ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চান। স্থানীয় এক গ্রামবাসী সি চিন পিংকে বলেছে, ফুল চাষের কাজ করতে তার বেশ ভালো লাগে। এখানে কাজ করে এক মাসের আয় ৪ হাজার ইউয়ান, ভরা মৌসুমে ৭ হাজার পর্যন্ত হয়। তার কথা শুনে সি আনন্দের সাথে বলেন, এই ব্যবসা খুব সমৃদ্ধ এবং আধুনিক কৃষির উন্নয়ন যাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি তাদের জীবন ফুলের মতো সুন্দর হোক এমন কামনা করেন।
লিচিয়াং শহরের ৮০০ বছরেরও বেশি ইতিহাস রয়েছে, যা চীনের একমাত্র দেয়াল ছাড়া প্রাচীন শহর। ১৯৯৭ সালের ডিসেম্বর লিচিয়াং প্রাচীন শহর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
লিচিয়াংয়ে সি চিন পিং হাঁটতে হাঁটতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এখানকার সংস্কৃতি, দৃশ্য ও রীতিনীতি খুব আকর্ষণীয়। সাংস্কৃতিক ও পর্যটন শিল্পে টেকসই ও সুস্থ উন্নয়নের পথ অনুসরণ করতে হবে বলে জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম