
কংক্রিটের জঙ্গল আর ব্যস্ত জীবনের মাঝেও প্রকৃতি যে তার রহস্য লুকিয়ে রাখে, তার এক উজ্জ্বল প্রমাণ মিলল চীনের কুয়াংচৌয়ের বুকে। কুয়াংতোং একাডেমি অফ সায়েন্সেসের একদল গবেষক আবিষ্কার করলেন এক নতুন কীট প্রজাতি, যার নাম 'এইডোরিয়াস হাইজুয়েনসিস'। এই আবিষ্কার শুধু বিজ্ঞানের জগতেই নয়, শহরের বুকে প্রকৃতির অপার বৈচিত্র্যের এক অনন্য নিদর্শন হয়ে রইল। আন্তর্জাতিক জার্নাল 'জুটাক্সা'-তে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত একটি নিবন্ধ।
শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ১,১০০ হেক্টর আয়তনের হাইচুর জলাভূমিতে দীর্ঘদিনের গবেষণার ফসল এই নতুন প্রজাতি। কুয়াংতোং একাডেমি অফ সায়েন্সেস ইনস্টিটিউট অফ জুওলজির সহযোগী গবেষক ইউ ইয়ালি এবং তার দল ২০২০ সাল থেকে জলাভূমির কীটপতঙ্গ নিয়ে নিরলস পরিশ্রম করে চলেছেন। অনুসন্ধান প্রকল্পের অংশ হিসেবে নমুনা শ্রেণীবিভাগ এবং সনাক্তকরণ কাজের সময় এই নতুন প্রজাতিটি পাওয়া গেছে।
মাত্র ১.২ থেকে ১.৩ মিলিমিটার দৈর্ঘ্যের এই ক্ষুদ্র কীট, কোলিওপটেরা অর্ডারের অন্তর্গত। এর লালচে-বাদামী ডিম্বাকৃতি দেহ আর হালকা রঙের পা ও শুঁড়, একে দিয়েছে এক স্বতন্ত্র রূপ। গবেষক ইউ ইয়ালি জানান, সাধারণত বড় পোকামাকড়দের প্রতিই আমাদের নজর বেশি থাকে, কিন্তু এই ক্ষুদ্র জীবের আবিষ্কার প্রমাণ করে, ছোটদের মধ্যেও লুকিয়ে আছে প্রকৃতির অপার বিস্ময়।
হাইচু ওয়েটল্যান্ডের লিন চিবিনের মতে, জীববৈচিত্র্য গবেষণা এবং পর্যবেক্ষণের কাজ ২০১২ সাল থেকে চলমান রয়েছে। এছাড়াও, বিভিন্ন প্রজাতির বেঁচে থাকার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরির প্রচেষ্টাও চলছে। আজ অবধি, জলাভূমিতে ৯০৩ টি কীটপতঙ্গের প্রজাতি নথিভুক্ত করা হয়েছে।
রেডিওটুডে নিউজ//আনাম