শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

বিদায়ী বছরে ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫২, ১ জানুয়ারি ২০২৫

Google News
বিদায়ী বছরে ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু

২০২৪ সালে সারাদেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন। এটি বাংলাদেশে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এরআগে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন। আর ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন। তাদের মধ্যে এক লাখ ৪০ জনই সুস্থ হয়েছেন।  
 
তথ্যমতে, ৫৭৫ জনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১৭৩ জন মারা গেছেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে অক্টোবরে ১৩৫ জন। আর সেপ্টেম্বরে ও ডিসেম্বরে ৮৭ জন করে মারা গেছেন। অন্যদিকে জানুয়ারিতে ১৬, ফেব্রুয়ারিতে পাঁচ, মার্চে ছয়, এপ্রিলে দুই, মে মাসে ১২, জুনে আট, জুলাইয়ে ১৪, আগস্টে ৩০ জনের মৃত্যু হয়েছে।  
 
আর মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে অক্টোবর মাসে। ওই মাসটিতে মোট শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। এছাড়া জানুয়ারিতে এক হাজার ৫৫, ফেব্রুয়ারিতে ৩৩৯, মার্চে ৩১১, এপ্রিলে ৫০৪, মে মাসে ৬৪৪, জুনে ৭৯৮, জুলাইয়ে দুই হাজার ৬৬৯, আগস্টে ছয় হাজার ৫২১, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭, নভেম্বরে ২৯ হাজার ৬৫২ এবং ডিসেম্বরে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৭৪৫ জন।
 
আর স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে বয়সভেদে সর্বোচ্চ আক্রান্তদের শীর্ষে রয়েছেন তরুণরা। এর মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার ১১০ জন আক্রান্ত হয়েছেন, যাদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। এছাড়া ২৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৩ জন। আর ১৬ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৫ জন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের