শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

এ বছর ডেঙ্গুতে ৫৫১ জনের মৃত্যু হলো: স্বাস্থ্য অধিদপ্তর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৫, ১৭ ডিসেম্বর ২০২৪

Google News
এ বছর ডেঙ্গুতে ৫৫১ জনের মৃত্যু হলো: স্বাস্থ্য অধিদপ্তর

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন খুলনা এবং অপরজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ৫৫১ জনের মৃত্যু হলো। আর চলতি মাসের ১৭ দিনে প্রাণ হারিয়েছেন ৬৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত একদিনে ডেঙ্গু নিয়ে ৩১১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৯৫ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১২১ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০, বরিশাল বিভাগে ৫১, খুলনা বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ১০, রাজশাহী বিভাগে ৭ এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৯ হাজার ২৯৫ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এ ছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া ৫৫১ জনের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৪৮ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৭ হাজার ২২১ জন ছাড়পত্র পেয়েছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের