সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

Radio Today News

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৫, ১২ ডিসেম্বর ২০২৪

Google News
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৫৪১ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৯৪৭ জন।

দপ্তরটি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন।
 
এ ছাড়া ঢাকা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৪১ জন, চট্টগ্রামে ৫১ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৭ জন, রাজশাহীতে ১৯ জন এবং রংপুরে ২ হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় ৪১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৯৫ হাজার ৫৬৬ জন ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের