শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’, মাস্ক পরার পরামর্শ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৮, ২৩ নভেম্বর ২০২৪

Google News
ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’, মাস্ক পরার পরামর্শ

বায়ুদূষণে বিশ্বের ১২০টি শহরের মধ্যে আজ শনিবার রাজধানী ঢাকার অবস্থান ৩য়। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২২৩। বায়ুর এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। বাতাসের মানসূচকে এসময় দিল্লির স্কোর ৪৯৩, যা ‘দুর্যোগপূর্ণ’।

শনিবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

বায়ুদূষণে দ্বিতীয় ও ৪র্থ‌ অবস্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও ভারতের কলকাতা। শহর ২টির স্কোর যথাক্রমে ২৫২ ও ১৯০।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের