বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৭, ১৮ নভেম্বর ২০২৪

Google News
ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১০৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৬৮ জনে। গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এ রোগে মোট ৪২১ জনের মৃত্যু হল। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৮০ জন, ঢাকা বিভাগে ২৫৯ জন, ময়মনসিংহে ৩৬ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগীয় এলাকার। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সোমবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৬ হাজার ৬৩৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০০৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৬৫৩ জন এবং ২৩৫৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৮ হাজার ২৪৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮২৪ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। নভেম্বরের প্রথম ১৮ দিনে ১৯ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১০৬ জনের।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের