শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও দু’জনের, হাসপাতালে ৩২১ জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪

Google News
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও দু’জনের, হাসপাতালে ৩২১ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ দু’জন ঢাকার দুই সিটির হাসপাতালে মারা যান। তারা নারী-পুরুষ ও বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এক দিনে সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এক দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ১৯, ঢাকা বিভাগে ৬৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮, খুলনা বিভাগে ১৫, ময়মনসিংহ বিভাগে ২২ ও রাজশাহী বিভাগে ২৮ জন রয়েছেন। 

এক দিনে সারাদেশে ১ হাজার ১১৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ২৪ হাজার ৬২০ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর শুক্রবার পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭০৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী। এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১৪৩ জন মারা গেছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের