রোববার,

২৭ এপ্রিল ২০২৫,

১৪ বৈশাখ ১৪৩২

রোববার,

২৭ এপ্রিল ২০২৫,

১৪ বৈশাখ ১৪৩২

Radio Today News

রোগীর হঠাৎ খিচুনি উঠলে তাৎক্ষণিকভাবে করনীয় কি?

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০২:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

Google News
রোগীর হঠাৎ খিচুনি উঠলে তাৎক্ষণিকভাবে করনীয় কি?

সংগৃহিত ছবি

আজ ১৩ই ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মৃগী দিবস। মৃগী রোগ সম্পর্কে সকলের মধ্যে সঠিক ধারণা এবং আক্রান্ত ব্যক্তিদের কিভাবে যত্ন নেওয়া যায় এবং সচেতনতা বৃদ্ধিতে এই দিবসটি পালিত হয় সারা বিশ্বে। মৃগী রোগে আক্রান্ত ব্যক্তির যেকোনো সময়ে খিঁচুনি উঠতে পারে।

এক সমীক্ষা অনুযায়ী বিশ্বব্যাপী ৬৫ মিলিয়ন মানুষ মৃগী রোগে ভোগেন আনুমানিক। মৃগি রোগ হল একটি অসংক্রামক দীর্ঘস্থায়ী মস্তিষ্কের রোগ। কোন রোগে যখন খিঁচুনি ওঠে, তখন মস্তিষ্কে অস্বাভাবিক ও অত্যাধিক বৈদ্যুতিক ক্রিয়া-কলাপের আকস্মিক বৃদ্ধি বেড়ে যায় দ্বিগুণ, যা একজন ব্যক্তির উপস্থিত আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে।

মৃগী রোগের বিভিন্ন লক্ষণ গুলোর মধ্যে একটি হল বারবার খিচুনি ওঠা যা একজন ব্যক্তির মৃগী রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে পরিগণিত।

এছাড়াও আরো কিছু লক্ষণ সমূহ রয়েছে যা দ্বারা কোন ব্যক্তিকে চিহ্নিত করা যায় যে কেউ মৃগী রোগে আক্রান্ত কিনা।

চলুন জেনে আসা যাক মৃগী রোগের প্রাথমিক কিছু লক্ষণ সমূহ সম্পর্কে :

১. শ্বাসকষ্ট
২. শরীরের বিভিন্ন পেশির অনিয়ন্ত্রিত গতিবিধি।
৩. হঠাৎ করে হাত কিংবা পা কাঁপতে শুরু করা।
৪. হঠাৎ করে জ্ঞান হারানো ইত্যাদি।

আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা মৃগী রোগে আক্রান্ত। কোন ব্যক্তির হঠাৎ খিচুনি শুরু হলে তাৎক্ষণিকভাবে আমাদের যা করণীয় :

১. খিচুনি হওয়া ব্যক্তিকে কোনভাবেই মুখে পানি দেওয়ার চেষ্টা করা যাবে না। কারণ এতে গলায় আটকে সে মারা যেতে পারে।

২. মৃগী রোগীরা মূলত শ্বাসকষ্টে ভুগে থাকেন। আক্রান্ত ব্যক্তি যেন স্বাধীনভাবে শ্বাস-প্রশ্বাস কার্য চালাতে পারে সেই বিষয়টি নিশ্চিত করুন প্রথমেই।

৩. খিচুনি ওঠা ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় তারা নিজেরাই অনিচ্ছাকৃতভাবে নিজেদের ক্ষতি করে ফেলে। তাদের এই অনিচ্ছাকৃত ক্ষতি এড়াতে তাদেরকে দ্রুত মাথার নিচে একটি তোয়ালে দিয়ে শুয়ে দিতে হবে। এবং মুখ ওপরের দিকে উঠিয়ে রাখলে তা নামিয়ে দিন। যাতে আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস নিতে কিছুটা সুবিধা হয়।

৪. ব্যক্তির ঝাঁকনি পূর্ণ গতিবিধি বন্ধ করার চেষ্টা খুব দ্রুত করতে হবে।

কিছুটা সচেতনতা অবলম্বনের মাধ্যমেই এই ব্যাধিটা আক্রান্তদের সাময়িকভাবে সারিয়ে তোলা সম্ভব।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের