উল্লাসিত ব্রাজিল দল (ছবি: সংগৃহীত)
ঘটনাবহুল ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। তবে এই জয় নিশ্চিতে চ্যাম্পিয়নদের অপেক্ষা করতে হয়েছে ১০০তম মিনিট পর্যন্ত।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল সেলেসাওরা। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে সমতায় ফেরে তারা। রেনান লোডির দারুণ এক ক্রস থেকে গোল করেন রবার্তো ফিরমিনো।
কিন্তু বিতর্ক তৈরি হয় বিল্ড আপ নিয়ে। নেইমারের বাড়ানো বল লাগে আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানোর গায়ে। সাধারণত এমন পরিস্থিতিতে খেলা থামিয়ে আবার শুরু করা হয়। কিন্তু সেটি না করে খেলা চালিয়ে গেছেন ব্রাজিলের খেলোয়াড়রা। আর সেখান থেকেই আসে সমতার গোল।
কলম্বিয়ার খেলোয়াড়দের আবেদন সত্ত্বেও গোলের সিদ্ধান্ত বদলাননি রেফারি। ম্যাচের একদম শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে দুর্দান্ত একটি কর্নার নিলেন নেইমার। তাঁর সেই কর্নার কিক খুঁজে নেয় বিনা পাহারায় থাকা কাসেমিরোকে। তার হেডেই ম্যাচটি জিতে নেয় ব্রাজিল।