আর্জেন্টিনার জয় উৎযাপন
কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে এক শূণ্য গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্কালোনির শিষ্যরা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে এখন আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার হয়ে নিজের অভিষেক ম্যাচে গোল করেছেন, আলেহান্দ্রো পাপু গোমেজ। খেলার ১০ মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ এক পাস দেন ডি মারিয়া। তার থ্রোতে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে অসাধারণ এক চিপে গোল আদায় করে নেন গোমেজ।
এ গ্রুপের অন্য ম্যাচে চিলির সঙ্গে এক এক গোলে ড্র করেছে উরুগুয়ে। এই ড্রয়ে সুয়ারেজ-কাভানিদের নৈপুণ্যের চেয়ে বেশি অবদান রেখেছেন চিলির আর্তুরো ভিদাল। তাঁর আত্মঘাতী গোলেই ড্র হয়েছে ম্যাচটি।
খেলার ২৬ মিনিটে ভারগাসের গোলে এগিয়ে যায় চিলি। পরে দ্বিতীয়ার্ধ্বের ৬৬ মিনিটে সমতায় ফেরে উরুগুয়ে। বদলি হিসেবে নামা ফাকুন্দো তোরেসের দূরপাল্লার একটি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন চিলির গোলরক্ষক। সেই কর্নার থেকে ভেসিনোর হেডে বল চলে যায় সুয়ারেজের দিকে। সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন ভিদাল।