বুধবার,

০২ এপ্রিল ২০২৫,

১৮ চৈত্র ১৪৩১

বুধবার,

০২ এপ্রিল ২০২৫,

১৮ চৈত্র ১৪৩১

Radio Today News

ঈদে বেতন-বোনাস থেকে বঞ্চিত নারী ফুটবলারা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪৩, ২৯ মার্চ ২০২৫

Google News
ঈদে বেতন-বোনাস থেকে বঞ্চিত নারী ফুটবলারা

ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত বৃহস্পতিবার। অধিকাংশ প্রতিষ্ঠান কর্মীদের বেতন-বোনাস পরিশোধ করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অধীনে থাকা নারী ফুটবলার ও রেফারিরা ঈদের আগে তাদের প্রাপ্য অর্থ পাননি।

বাফুফে গত ১০ ফেব্রুয়ারি ৩৬ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করলেও ঈদের আগে তাদের বেতন দেওয়া হয়নি। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, ফুটবলারদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শেষ না হওয়ায় বেতন দেওয়া সম্ভব হয়নি, তবে ঈদের পর একসঙ্গে পরিশোধ করা হবে। নারী ফুটবলারদের অর্থ না দেওয়ার কারণ হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কথা বলা হলেও, ফেডারেশনের সদিচ্ছার অভাব স্পষ্ট।

এদিকে, রেফারিদের বেতন বকেয়া থাকাও বাংলাদেশের ফুটবলে পুরনো সমস্যা। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার সময় রেফারিদের কোটি টাকার বেশি বকেয়া ছিল। চলতি মৌসুমের অর্ধেক শেষ হলেও তারা এখন পর্যন্ত মাত্র পাঁচ রাউন্ডের সম্মানী পেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রেফারি জানান, তারা অন্তত প্রথম লেগের বকেয়া পরিশোধের আশা করেছিলেন, কিন্তু ফেডারেশন তা পূরণ করতে পারেনি।

বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর রেফারিদের সম্মানী বৃদ্ধির প্রস্তাব আসলেও কার্যকর হয়নি। রেফারিজ কমিটি গঠনের আলোচনা থাকলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে রেফারিরা যেন অভিভাবকহীন অবস্থায় রয়েছেন। এছাড়া ঘোষিত রেফারি একাডেমির কার্যক্রমও এখনো দৃশ্যমান নয়।

ফুটবল খেলার সুষ্ঠু পরিচালনার জন্য নারী ফুটবলার ও রেফারিদের আর্থিক নিশ্চয়তা প্রদান জরুরি হলেও বাফুফের ব্যবস্থাপনায় বারবার গাফিলতি দেখা যাচ্ছে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর এই বিষয়গুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের