
ইউটিউবারদের জন্য বড় সুখবর দিয়েছে প্রতিষ্ঠানটি। সর্বোচ্চ ৩ মিনিটের ভিডিও তৈরির সুযোগ থাকায়‘শর্টস’ ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। তাই শর্টস ভিডিও নির্মাতাদের সহজে ভিডিও সম্পাদনার সুযোগ দিতে নতুন ৫টি টুল যুক্ত করতে যাচ্ছে ইউটিউব।
এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, ইউটিউবের শর্টস এডিটরে বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন এ উদ্যোগের আওতায় বিল্ট-ইন ভিডিও এডিটরের মাধ্যমে সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দৃশ্যের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গান, সুর ও বার্তা যুক্ত করা যাবে।
এর ফলে নির্মাতারা দ্রুত গানের তালে তাল মিলিয়ে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। এ ছাড়া শর্টস ভিডিওর টেমপ্লেটে ছবি, ভিজ্যুয়াল ইফেক্ট যুক্তের পাশাপাশি ফোনের গ্যালারি থেকে ছবি সংগ্রহ করে বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে কাস্টম স্টিকার তৈরি করা যাবে।
নতুন টুলগুলো চালু হলে নির্মাতারা কারও সাহায্য ছাড়াই দ্রুত ভালো মানের মিউজিক ভিডিওর শর্টস তৈরি করতে পারবেন। তবে টুলগুলো কবে নাগাদ চালু করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি ইউটিউব। ধারণা করা হচ্ছে, শিগগিরই পর্যায়ক্রমে টুলগুলো উন্মুক্ত করা হবে।