
চিত্রনায়িকা পরীমনি, যদিও এই মুহূর্তে সিনেমায় নেই তিনি। তবে তাকে নিয়ে আলোচনার শেষ নেই। কিছুদিন আগেও নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানো নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয় সামাজিক মাধ্যমে। এবার তিনি আলোচনায় এলেন এক গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এবং ভুক্তভোগীর করা জিডি ইস্যুতে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার নামের ওই গৃহবধূ ভাটারা থানায় নির্যাতনের অভিযোগে এই জিডি করেন। অবশ্যই আজ শুক্রবার পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘শুরু হয়েছে নতুন এপিসোড।
এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে ওই গৃহকর্মীকে মারধরের অভিযোগ ওঠে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
রেডিওটুডে নিউজ/আনাম