শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

Radio Today News

দর্শক চাহিদায় দেশে প্রথমবারের মতো লেট নাইট শো চালু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০২, ৪ এপ্রিল ২০২৫

Google News
দর্শক চাহিদায় দেশে প্রথমবারের মতো লেট নাইট শো চালু

দর্শক আগ্রহের উপর ভিত্তি করে সিনেমা হলগুলোতে শো সংখ্যা কমানো বা বাড়ানো হয়। এবার প্রথমবারের মতো দেশের সিনেমা হলে চালু হয়েছে বিশেষ লেট নাইট শো।

ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে, যার কারণে লায়ন সিনেমাসে স্পেশাল লেট নাইট শো চালু করেছে হল কর্তৃপক্ষ। দর্শকের চাপে বৃহস্পতিবার থেকে ‘বরবাদ’ সিনেমার লেট নাইট শো শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, দর্শকদের অতিরিক্ত চাহিদায় লায়ন সিনেমাসে ‘বরবাদ’র স্পেশাল লেট নাইট শো রাখা হয়েছে রাত ১০টা ৫০ মিনিটে।

তবে স্টার সিনেপ্লেক্সে দেখা গেল ভিন্ন পরিস্থিতি। ‘বরবাদ’ সিনেমা দেখার জন্য দর্শকের চাপ থাকলেও পঞ্চম দিনে এসে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো কমেছে।
 
প্রসঙ্গত, মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ এ শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।

এছাড়াও এতে রয়েছেন মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, কাজী হায়াত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের