বৃহস্পতিবার,

০৩ এপ্রিল ২০২৫,

২০ চৈত্র ১৪৩১

বৃহস্পতিবার,

০৩ এপ্রিল ২০২৫,

২০ চৈত্র ১৪৩১

Radio Today News

চলে গেলেন ‘ব্যাটম্যান ফরএভার’ খ্যাত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৮, ২ এপ্রিল ২০২৫

Google News
চলে গেলেন ‘ব্যাটম্যান ফরএভার’ খ্যাত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমা

প্রয়াত ‘ব্যাটম্যান ফরএভার’ খ্যাত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভ্যাল। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর। আজ বুধবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে গালফ নিউজ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হলিউড তারকারা।

অভিনয় করেছেন 'দ্য ডোর্স', 'উইলো', 'দ্য সেন্ট'এর মতো কালজয়ী ছবিতে। ২০২১ সালে 'টপ গান: দ্য ম্যাভেরিক' ছবির মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করেন সোনালি চুলের এই অভিনেতা। এরপরই শরীরে বাসা বাঁধে ক্যানসার। এই মারণ রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে কথা বলার ক্ষমতা হারাতে থাকেন।

১৯৯৫ সালে প্রথম ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ১৯৯৭ সালের ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ছবিতে তাঁর পরিবর্তে এই চরিত্রে অভিনয় করেছিলেন জর্জ ক্লুনি। ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করলেও ‘দ্য ডোর্স’-এ রকস্টার জিম মরিসনের চরিত্রটি অনেক বেশি সাড়া ফেলেছিল। এই চরিত্রটিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় কর নিয়েছিলেন ভ্যাল।

জানা গেছে, এই ছবির জন্য অডিশন দেওয়ার আগের জিম মরিসনের সমস্ত গান একেবারে মুখস্ত করে ফেলেছিলেন তিনি। শুধু তাই নয়, প্রায় একবছর ধরে জিম মরিসনের মতো পোশাক পরাও শুরু করেন। ২০২১ সালে তাঁর জীবনের উপর একটি তথ্যচিত্র মুক্তি পায়। যার নাম ছিল 'ভ্যাল।' এই তথ্যচিত্রে ভ্যালের কণ্ঠস্বরটি ছিল তাঁর ছেলের।

১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। ১৯৯৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের