শনিবার,

১৫ মার্চ ২০২৫,

১ চৈত্র ১৪৩১

শনিবার,

১৫ মার্চ ২০২৫,

১ চৈত্র ১৪৩১

Radio Today News

সাংবাদিকদের সঙ্গে জন্মদিন পালন করে নতুন তথ্য ফাঁস আলিয়ার!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ১৫ মার্চ ২০২৫

Google News
সাংবাদিকদের সঙ্গে জন্মদিন পালন করে নতুন তথ্য ফাঁস আলিয়ার!

বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন বলে কথা! ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী আজ ১৫ মার্চ ৩২ বছরে পা রাখতে চলেছেন কাপুর বাড়ির বউমা। এরজন্য যে বিশেষ আয়োজন থাকবে, তা বলাই বাহুল্য। তাই বলে দুইদিন আগেই উদযাপন শুরু! হ্যা এবার আগে থেকেই জন্মদিন পালন করা শুরু করেছেন আলিয়া। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ফটো সাংবাদিকদের নিয়ে জন্মদিন পালন করলেন অভিনেত্রী। আর সেই সেলিব্রশনের নানা মুহূর্তও ভাইরাল হয়েছে। 

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি-ভিডিওতে দেখা গেছে ফটোশিকারিদের সামনেই একে-অপরের প্রেমে ডুবে আছেন পাওয়ার কাপল রণবীর-আলিয়া। সাতসকালে সাদামাটা সাজপোশাকে অনুষ্ঠানে হাজির বলিউডের এ তারকাদম্পতি।

কেক কাটার মুহূর্তে কখনও নাচতে দেখা যায় উচ্ছ্বসিত আলিয়াকে তো কখনও বা আবার রণবীরের কোলে বসে ফটোশিকারিদের নিয়ে ছবি তুললেন অভিনেত্রী। 

এসময় লেন্সবন্দি হল তাদের খুনসুঁটির মুহূর্তও। স্ত্রী কপালে আদুরে চুম্বন করে কেক খাইয়ে দিলেন রণবীর। তারপর আবার দুষ্টুমির ছলে আলিয়ার গালে কেক মাখিয়ে দিতে দেখা গেল তাকে।

আলিয়ার জন্মদিনের অনুষ্ঠানে নতুন লুকে নজর কাড়লেন রণবীর কাপুর। অবশ্য কম যান না অভিনেত্রীও। সাড়ে বাইশ হাজার টাকার পিচ রঙের চান্দেরি কুর্তি বেছে নিয়েছিলেন আলিয়া। হালকা মেকআপে তার মিষ্টি লুকও মনে ধরেছে ভক্তদের। আপাতত রাহার মা-বাবার খুনসুঁটিতে মজে আছে যেন নেটদুনিয়া।

জানা গেছে, ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) ভারতের মুম্বাইয়ে উদযাপিত এ অনুষ্ঠানেই সাংবাদিকদের কাছে নতুন তথ্য ফাঁস করেন অভিনেত্রী। জানান, কান চলচ্চিত্র উত্‍সবে ডেবিউ করতে চলেছেন তিনি।

রণবীর কাপুর ও আলিয়া ভাটকে নিয়ে অয়ন মুখার্জি নির্মাণ করেছিলেন ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমা দিয়েই পর্দায় প্রথম জুটিবেধে হাজির হন রণবীর-আলিয়া দম্পতি। 

নির্মাতা আগেই ঘোষণা দিয়েছিলেন যে, এই সিনেমাটি হবে মোট তিনটি পর্বে। এবার দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘ব্রাহ্মাস্ত্র ২’ বানানোর পরিকল্পনা করছেন অয়ন। খবরটি জানিয়েছেন খোদ রণবীর কাপুর।

অয়ন এখন ব্যস্ত হৃতিক রোশন, কিয়ারা আদভানি অভিনীত ‘ওয়ার ২’ সিনেমার কাজ নিয়ে। এটি শেষ হলেই ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমার প্রি-প্রোডাকশন শুরু হবে বলে জানিয়েছেন রণবীর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের