শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

একটা চড় লাগাব, আমি আপনাকে ছাড়ছি না’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪১, ১৪ মার্চ ২০২৫

Google News
একটা চড় লাগাব, আমি আপনাকে ছাড়ছি না’

ভারতের কলকাতার অভিনেতা সায়ন্ত মোদকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন— তিনি যা যা বলছেন, প্রতিটি কথার প্রমাণ আছে তার কাছে। কিছু প্রমাণ এদিন তিনি ভিডিওতে দেখান। জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে কী কী নিয়ে আলোচনা করতেন তার প্রাক্তন।

এদিন তার ভিডিওতে দেবচন্দ্রিমা জানান, প্রাক্তন সায়ন্ত অভিযোগ করেছিলেন যে তিনি নাকি সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। আদতে অভিনেতাকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেন দেবচন্দ্রিমা। তিনি এদিন এই ভিডিওতে বলেন, ‘আমি বলি এবার কোন কোন জায়গা থেকে হাত ধরে টেনে টেনে বাড়ি নিয়ে আসতাম, বলতাম চলো ভাই তুমি আমার বয়ফ্রেন্ড। বলব আমি অভিনেত্রীগুলোর নাম? আমি বলে দেব কিন্তু। এসব অভিনেত্রীদের এক্সপোজ হওয়া দরকার, যারা কেউ একটা সম্পর্কে আছে জানার পরেও কাঁধ দিতে চলে আসে। এদেরও তো লজ্জা শরম কিছু নেই। এটা কিন্তু ইন্ডাস্ট্রির সমস্যা নয়। আমার কাজের জায়গাকে কিন্তু দোষ দিচ্ছি না। এটা মানুষ আর মানুষের স্বভাব চরিত্রর দোষ।’

এরপর তিনি জানান, প্রেমিকাদের শরীর নিয়েও নাকি সায়ন্ত বন্ধুদের সঙ্গে আলোচনা করতেন। এই বিষয়ে দেবচন্দ্রিমা বলেন, ‘আপনারা নাকি হোটেল থেকে আমার রেট কার্ড বের করেছেন। কোন হোটেল? আমার কাছে অডিও রেকর্ড আছে। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন নাকি আমি থানায় গিয়ে এটা বলব যে, আপনি আমায় ভার্বালি অ্যাবিউজ করেছেন। হ্যারামেন্ট করার চেষ্টা করছেন। হোটেলের রেট কার্ড আছে! মেয়েদের রেট তৈরি করছিস? যে করে বলুন। কিন্তু আজকের পর থেকে যদি কোনও মেয়েদের ব্যাপারে এমন কিছু বলেন, চরিত্রের দিকে আঙুল তোলার চেষ্টা করবেন না প্রমাণ ছাড়া; নিজেকে বড় প্রমাণ করার জন্য একটা চড় লাগাব। আমি আপনাকে ছাড়ছি না। ধমকি দিচ্ছি না। আপনার প্রেমিকা ছিল ওরা। তারা কী রকম, তারা কেমন জামা-কাপড় পরে, কার হাত কী রকম, কোমর কেমন সেটা নিয়ে আলোচনা করতে লজ্জা করে না?’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের