শুক্রবার,

০৭ মার্চ ২০২৫,

২২ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

০৭ মার্চ ২০২৫,

২২ ফাল্গুন ১৪৩১

Radio Today News

মোদির পোস্ট শেয়ার করে যা বললেন শাহরুখ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১২, ৬ মার্চ ২০২৫

Google News
মোদির পোস্ট শেয়ার করে যা বললেন শাহরুখ

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি পুরো বনতারা ঘুরে দেখেছেন ও বন্যপ্রাণীদের সঙ্গে সময়ও কাটিয়েছেন। ঘুরে বেড়ানোর সেই সব ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। সে ছবি আবার নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন 
বলিউড 'কিং' শাহরুখ খান। 

অনন্ত অম্বানীর ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের বাদশাহ। তিনি লিখেছেন, “পশুদেরও ভালবাসা পাওয়ার অধিকার রয়েছে। ওদেরও সুরক্ষা ও যত্নেরও প্রয়োজন। ওদের স্বাস্থ্যের জন্যও প্রয়োজন। আমাদের এই পৃথিবীর জন্যও ওদের যত্নের দরকার আছে।”

মোদীর হাতেই এই উদ্যোগের উদ্বোধনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তিনি। শাহরুখের মন্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি বনতারার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কোনও মানুষের মন কতটা পরিষ্কার তা বোঝা যায় পশুদের প্রতি তাদের প্রেম দেখে।”

সব শেষে অনন্তের প্রশংসায় তিনি বলেছেন, “এই অসহায় পশুদের জন্য অনন্তের এমন কাজ সত্যিই বড় ব্যাপার। বাবু, ভাল কাজ করতে থাকো।”

প্রধানমন্ত্রীও বনতারার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি সামাজিক মাধ্যমের পোস্টে লিখেছেন, “বনতারার মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” অনন্ত অম্বানী ও তাঁর দলকে এই উদ্যোগের জন্য কুর্নিশও জানিয়েছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের