শুক্রবার,

০৭ মার্চ ২০২৫,

২২ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

০৭ মার্চ ২০২৫,

২২ ফাল্গুন ১৪৩১

Radio Today News

‘অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করতে চাইতো না’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৪, ৬ মার্চ ২০২৫

Google News
‘অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করতে চাইতো না’

দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশ-বিদেশে। বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে। তবে মাঝের সময়টায় কেনো কাজে বিরতি দিয়েছিলেন তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রীর মুখে উঠে এল মিডিয়ার সিন্ডিকেটের কথা।

অভিনেত্রী প্রভা সিন্ডিকেটের মাঝে পড়েছেন জানিয়ে বলেন, 'সিন্ডিকেট কখন গেছে, কখন এসেছে- সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।'

প্রভা বলেন, '১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সাথে অনেক ডিরেক্টররা, অনেক কো-আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না; ইভেন এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।'

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের