রোববার,

২৩ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

রোববার,

২৩ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

সন্ত্রাসীরা আমার পা ভেঙে ফেলেছে: লামিয়া চৌধুরী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

Google News
সন্ত্রাসীরা আমার পা ভেঙে ফেলেছে: লামিয়া চৌধুরী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী দিতি ও সোহেল চৌধুরী মেয়ে লামিয়া চৌধুরী। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লামিয়া জানান, সন্ত্রাসীরা তার পা ভেঙে ফেলেছে। সেই সঙ্গে তার গাড়িও ভাঙচুর করেছে।

এদিন হামলার ঘটনার সময় লামিয়া চৌধুরী তার ফেসবুক থেকে লাইভও করেছেন। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন লোক উত্তেজিত হয়ে তেড়ে আসছেন লামিয়া ও তার নিকটাত্মীয়দের দিকে। 

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লামিয়া চৌধুরী বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যায়। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে চলে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল সন্ত্রাসীরা আসে। তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল।’

লামিয়া বলেন, ‘প্রথমে আমার ওড়না টেনে তারা ছিঁড়ে ফেলেছে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাঁটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনোরকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। তবে আমার খালাকে খুঁজে পাচ্ছি না। ওরা আমার খালাকে আটকে রেখেছে।’

লামিয়া আরও বলেন, ‘এখন থানায় গিয়ে অভিযোগ করব।’ তার মামি প্রীতি ও স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান লামিয়া।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের