শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

স্বাধীনতা দিবসে ভুল বানানে তোপের মুখে, ভাষা দিবসে ফের বার্তা মধুমিতার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০১, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:০৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

Google News
স্বাধীনতা দিবসে ভুল বানানে তোপের মুখে, ভাষা দিবসে ফের বার্তা মধুমিতার

গেল বছর স্বাধীনতা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে গিয়ে বানান ভুল করে তোপের মুখে পড়েছিলেন মধুমিতা সরকার।  এরপর আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফের শুভেচ্ছাবার্তা দিলেন মধুমিতা। একটি ভিডিওতে অভিনেত্রী বলেন, “বাংলা ভাষা, আমার ভাষা। সবচেয়ে মিষ্টি ভাষা। সবাইকে জানাই ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। আজ বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক গান। বাংলাতেই হোক প্রেম।

এই পোস্টে মধুমিতাকেও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

এর আগে গেল বছরে বাংলায় লেখা সেই পোস্টে মধুমিতা লিখেছিলেন, ‘স্বাধীনতা দিবেস একটি প্রার্থণা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে।’ 

সেই লেখা দেখার পর ঋদ্ধি সেন এক পোস্টে লিখেছিলেন, ‘‘স্বাধীনতা ‘দিবেস’? ভারতবর্ষ বানান লিখতে জানে? ঘেন্না ধরে গেল ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গিয়েছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্যে থেকে।” 

যদিও কিছুক্ষণের মধ্যেই এই পোস্ট ফেসবুক থেকে সরিয়ে দিয়েছিলেন ঋদ্ধি সেন। কিন্তু ততক্ষণে পোস্ট দুটির প্রতিচ্ছবি (স্ক্রিনশট) ছড়িয়ে পড়েছিল সমাজিকমাধ্যমে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের