শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

যুক্তরাজ্যে কনসার্ট, দেড় যুগ পর গাইবেন আসিফ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Google News
যুক্তরাজ্যে কনসার্ট, দেড় যুগ পর গাইবেন আসিফ

দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যে গান পরিবেশন করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বহুল প্রতীক্ষিত ভ্যালেনটাইনস কনসার্টে গাইবেন তিনি, সঙ্গে থাকছে তাঁর পুরো দল। ২৩ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়াল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এই জমকালো সংগীত আয়োজন। আয়োজনে রয়েছে যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভি।

আয়োজকরা জানান, কনসার্টটি যুক্তরাজ্য ও ইউরোপপ্রবাসী বাঙালিদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। কনসার্টে আসিফ তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এর মধ্যে আসিফের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে। নির্ধারিত দিনে দারুণ এক মুহূর্তের অপেক্ষায় আছে শ্রোতারা।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ জানিয়েছিলেন, যুক্তরাজ্যের অনুষ্ঠানটিতে অংশ নেবেন না। কারণ হিসেবে জানিয়েছিলেন আয়োজকদের অপেশাদার আচরণ। তবে গত সপ্তাহে আবার তিনি জানিয়েছেন, সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটেছে। কনসার্টটি তিনি করবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের