শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মধ্যেই হিনা খানের বিয়ের গুঞ্জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মধ্যেই হিনা খানের বিয়ের গুঞ্জন

ভারতের ছোট পর্দার তারকা হিনা খান। একের পরে এক সফল ধারাবাহিকের জন্য পরিচিত তিনি। তবে এই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় শারীরিক অসুস্থতা; মারণঘাতী ক্যানসারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী। গত বছরের জুন মাসে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান জানতে পারেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। শারীরিকভাবে দ্রুত দুর্বল হয়ে পড়তে থাকেন তিনি। অভিনেত্রীর মাথার চুলও পড়ে গেছে। ক্যানসারের লড়াইয়ের মাঝেই এবার অভিনেত্রীর বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে।

বলিউড শাদিস থেকে জানা যায়, নিজের কঠিন সময়ে দমে যাননি হিনা, মনের জোরে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই কঠিন লড়াইয়ের মধ্যেই এবার তার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ের সেটে প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে হাজির হন হিনা। শোয়ের প্রতিযোগীরা তাদের এমনভাবে বরণ করে নেন, যেন তারা বর-কনে। হাতে হাত রেখে শোতে প্রবেশ করেন দুজনে, যা দেখে ভক্তরা নতুন করে তাদের বিয়ে হয়েছে বলে মনে করছেন।

হিনা ও রকির প্রেমের গল্প শুরু ২০০৯ সালে, জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে। ছবি: সংগৃহিত
হিনা ও রকির প্রেমের গল্প শুরু ২০০৯ সালে, জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে। ছবি: সংগৃহিত

হিনা ও রকির প্রেমের গল্প শুরু ২০০৯ সালে, জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে। রকি ছিলেন প্রযোজক, আর সেখানেই তাদের প্রথম পরিচয় থেকে প্রেম। ২০১১ সালে বিগ বস-এ প্রথমবার একসঙ্গে দেখা যায় তাদের। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে এবং ভ্রমণে একসঙ্গে দেখা গেছে এই যুগলকে।  

এক সাক্ষাৎকারে হিনা জানান, তার কাছে বিয়ে কেবল একটি আনুষ্ঠানিকতা। ক্যারিয়ারই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে। তবে আগামী কয়েক বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা আছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা দেখে ঘনিষ্ঠজনরা মনে করছেন, হয়তো খুব শিগগিরই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তিনি। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের