বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

সাইফ-কারিনা বিচ্ছেদের গুঞ্জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

Google News
সাইফ-কারিনা বিচ্ছেদের গুঞ্জন

গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুবৃত্তের হামলায় আহত হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এতো নিরাপত্তার দেয়াল ভেদ করে মাঝরাতে কীভাবে নবাব বাড়িতে হানা দিলো সেই হামলাকারি। 

এ নিয়ে বিতর্কের পালে এবার জোগালো নতুন হাওয়া। ওই ঘটনার পর কারিনার একটি গুঞ্জনকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন উঠেছে বলিউডের এক তারকা দম্পতির মধ্যে। 

সাইফের ওপর হামলা পর একটি অটোতে করে দ্রুত হাসপাতালে নিয়ে য়ায় অভিনেতার ছেলে তৈমুর আলী খান ও বাড়ির কাজের লোক হরি। যদিও শুরুতে দাবি করা হয়েছিল যে সাইফের বড় ছেলে ইব্রাহিম হাসপাতালে নিয়ে গিয়েছিলেন অভিনেতাকে। 

হাসপাতালে দুটি অস্ত্রোপচার হয় সাইফের। অভিনেতার শরীরে ছটি আঘাতের চিহ্ন পান চিকিৎসকরা। দুটি আঘাত ছিল গুরুতর। পাঁচ দিন হাসপাতালে থাকার পর ২১ জানুয়ারি বাড়ি ফেরেন সাইফ। 

অভিনেতার বাড়ি ফেরা ভক্তদের স্বস্তি জোগালেও থেমে নেই বির্তক। এই ঘটনায় কারিনার দায়িত্ববোধের প্রশ্ন তুলেছেন অনেকে। গুঞ্জন উঠেছে বিবাহ বিচ্ছেদেরও। 

বিয়ে-বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কারিনার একটি পোস্ট উস্কে দিয়েছে রহস্য। পোস্টে তিনি লেখেন, বিয়ে, বিচ্ছেদ, উদ্বিগ্নতা, সন্তান জন্মদান, প্রিয়জনের মৃত্যু, অভিভাবকত্ব; তুমি কখনো বুঝবে না, যতক্ষণ এসব তোমার সঙ্গে না ঘটবে। জীবনের বিভিন্ন অবস্থা নিয়ে অনুমান, তত্ত্ব এবং বাস্তবতা কখনো এক নয়। তুমি বিনয়ী না হওয়া পর্যন্ত নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করবে।

এরপর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ডালপালা মেলেছে। ভালোবেসে ২০১২ সালে বিয়ে করে সুখেই ছিলেন সাইফ-কারিনা। এবার কি তবে ভাঙনের সুর?  

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের