মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২২ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২২ মাঘ ১৪৩১

Radio Today News

নগ্ন হয়ে গ্র্যামির লাল গালিচায় বিয়াঙ্কা, বিতর্কে তারকা দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫২, ৩ ফেব্রুয়ারি ২০২৫

Google News
নগ্ন হয়ে গ্র্যামির লাল গালিচায় বিয়াঙ্কা, বিতর্কে তারকা দম্পতি

বরাবরের মতোই এবারও লস অ্যাঞ্জেলেসে বসে গ্র্যামির ৬৭তম আসর। বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠেছে সংগীতদুনিয়ার অন্যতম সেরা অনুষ্ঠান। তবে এই আসরে উঠেছে বিতর্ক, সঙ্গে নানা প্রশ্নও।

গ্র্যামির মঞ্চে অবাক কাণ্ড ঘটালেন র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি, যারা সব সময় বিতর্কে থাকতেই পছন্দ করেন।

এবার গ্র্যামির মঞ্চে অস্ট্রেলীয় এই মডেল হাজির হন একদম নগ্ন হয়ে। লাল গালিচায় স্বামীর সঙ্গে হেঁটে আসেন বিয়াঙ্কা। গায়ে চাপানো ছিল কালো পশমের কোট। আলোকচিত্রীদের সামনে এসে কোট সরাতেই ক্যামেরার ঝলকানি।

সম্পূর্ণ নগ্ন অবস্থায় ধরা দিলেন কানইয়ের স্ত্রী!  

সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা এসে কানইয়ে ও বিয়াঙ্কাকে লাল গালিচা থেকে বের করে দেন। এখানেই শেষ হয়নি বিড়ম্বনা। জানা গেছে, লাল গালিচায় নগ্নতা প্রদর্শনের জন্য কানইয়ে ও তার স্ত্রীর হতে পারে জেল ও জরিমানা। 

লস অ্যাঞ্জেলেসের আইন অনুযায়ী, কেউ যদি শিল্পের প্রয়োজন ছাড়া পোশাকহীনভাবে জনসমক্ষে আসেন, ঘুরে বেড়ান, তা হলে অশ্লীলতার দায়ে জেল ও জরিমানা দুই-ই হতে পারে।

কানইয়ের স্ত্রীর এ ক্ষেত্রে ছয় মাসের কারাবাস ও ১০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭,০০০ টাকা) জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এবারই প্রথম নয়, এর আগে অশ্লীল কাজকর্মের কারণেও চর্চায় উঠে এসেছেন কানইয়ে। নিজের জন্মদিনে অনাবৃত নারীশরীরের ওপর খাবার পরিবেশন করেছিলেন অতিথিদের। প্রাক্তন স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে ২০২২ সালে বিচ্ছেদ হয় কানইয়ের। তার পর বিয়াঙ্কাকে বিয়ে করেন।

অনেকেই অবশ্য কিমের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন বিয়াঙ্কার। আগে বেশ কয়েকবার অর্ধনগ্ন হয়ে প্রকাশ্যে এসেছিলেন, কিন্তু এবার অবশ্য এক ধাপ এগিয়ে গিয়েছেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের