বিয়ের খবর নিয়ে গেল দুই দিন ধরেই শোবিজের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। বিয়ের দুই দিন পর সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ্যে দেখা দিলেন তিনি। রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে বিয়ে ও নতুন গান নিয়ে কথাও বললেন মন খুলে।
এদিন প্রকাশ পেয়েছে তাহসান খান ও সিঁথি সাহার গান ‘একা ঘর আমার’। বিরহ ধাচের গানটি লিখেছেন তাহসান নিয়েই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তাহসান। সঙ্গে ছিলেন সিঁথি সাহা, সাজিদ সরকারসহ আরও অনেকে।
এ সময় তাহসান বলেন, ‘সাত থেকে আট মাসে আগেই গানটি লেখা। একটা মানুষের প্রেমে পড়ে গেলে সেই মানুষটার অনেক প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা পূরণ না হলে মানুষের কষ্ট অনেক বেশি হয়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে আর আপনি সেই কষ্টটা পুষে রাখছেন। বলতে গেলে একটা মানুষকে ভালোবাসি আবার সেই মানুষটাকে ঘৃণাও করি- এমন চিন্তা থেকেই এই গানটি মাথায় এসেছে। সত্যি বলতে গত ২০-২২ বছর ধরে অনেক ধরণের গান করেছি কিন্তু বিরহের গানের জন্যই দর্শকের বেশি ভালোবাসা পেয়েছি। এবারও তাই হল।’
বিয়ের পর প্রথম কোনও অনুষ্ঠানে দেখা পাওয়া গেলো তাহসানকে। সেখানে বিয়ের বিষয়ে কথা উঠবে এটাই স্বাভাবিক। বিয়ের বিষয়ে জানতে চাইলে তাসহান বলেন, ‘আমি অন্য আর দশজন মানুষের মতোই। বিয়ে হল আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায় তাই বিয়ের মত এতো বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।’
বিয়ের পর তাহসানকে নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছে। সে বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষের রসবোধটা একটু বেশি। এছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি বিচারকধর্মী। কিছু মানুষ আছেন যারা সব সময় চুলচেরা বিশ্লেষণ নিয়ে বেশি ব্যস্ত থাকি। এটা উচিৎ না। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন।’
তাহসানের কথায়, ‘আমার কাজ হল গান করে যাওয়া। এর সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে সেটা করবো। এবছর কিছু গানের পরিকল্পনা করেছি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা আছি।’